সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ পাওয়া যাচ্ছে অনেক গুলি ভাষায়
নিউ ইয়র্ক, ৮ মার্চ, ২০২০ — ভারতের অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরি রাজ্য বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিষয় কভার করতে যাওয়া সম্পাদক, সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের জন্য দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস প্রকাশ করেছে একটি নতুন ভারতীয় নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ বিষয়ক নির্দেশিকা।
এই বছর ভারতে কৃষক আন্দোলন কভার করতে যাওয়া রিপোর্টার সহ বহু সাংবাদিককে আইনি হুমকি, আক্রমণ ও গ্রেফতারির মতো ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে। ২০১৯ সালে ভারতের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের জন্য দেশ ভিত্তিক নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ বিষয়ক নির্দেশিকা প্রকাশ করেছিল সিপিজে। এই নির্দেশিকার সাম্প্রতিক সংস্করণটি তুলে ধরেছে নতুন চ্যালেঞ্জগুলি, যেমন প্রত্যন্ত অঞ্চলে কাজ করার সময় কোভিড-১৯ অতিমারির মধ্যে শারীরিক নিরাপত্তা ও ভিডিও প্ল্যাটফর্মে ডিজিটাল নিরাপত্তা। অনলাইন হুমকিকে কীভাবে সামলানো যায় সেই বিষয় সংক্রান্ত পরামর্শকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এই নির্দেশিকায় ; নির্বাচনের সময় নিশানা করে অনলাইন প্রচার সহ হয়রানি যে বৃদ্ধি পেয়েছে সেই তথ্য সিপিজে রিপোর্টিং সন্ধান পেয়েছে।
” নির্বাচনের আগে যে কোনও গণতন্ত্রে নাগরিকদের কয়েকটি বিষয় জেনে রাখা খুবই জরুরি এবং সংবাদ ছাড়া তারা তা করতে পারবে না ”, সিপিজের সিনিয়র এশিয়া বিষয়ক গবেষক আলিয়া ইফতিখার জানালেন। ” এটি খুবই গুরুত্বপূর্ণ যে, ভারতে সাংবাদিকরা মুক্ত ও স্বচ্ছন্দ ভাবে নির্বাচন ও রাজনৈতিক রদবদল কভার করতে সক্ষম, এবং আমাদের আশা, এই নির্দেশিকা সাংবাদিকদের আরও নিরাপদ মনে করতে সাহায্য করবে এবং যতটা সম্ভব নিরাপদে তাদের কাজ করতে সক্ষম করে তুলবে। ”
এই নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা পাওয়া যাচ্ছে অসমিয়া, বাংলা, ইংরেজি, হিন্দি, মালয়ালম ও তামিল ভাষায়। এরই সঙ্গে জানানো হচ্ছে যে, লিখিত এই কন্টেন্ট বিনামূল্যে ও স্বচ্ছন্দে পুনরায় প্রকাশ ও শেয়ার করা যেতে পারে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসকে কৃতিত্ব স্বীকার করে। অ্যাসাইনমেন্টের আগে প্রস্তুতি ও ঘটনা পরবর্তী সহযোগিতার জন্য নানা অতিরিক্ত উপকরণ ও তথ্য সিপিজের রিসোর্স কেন্দ্রের কাছে আছে। যে সাংবাদিকদের সহযোগিতার প্রয়োজন তারা emergencies@cpj.org মারফত সিপিজের এমার্জেন্সি বিভাগে যোগাযোগ করতে পারেন। এবং ভারতে প্রেসের স্বাধীনতা বা নির্বাচনের সময় নিরাপত্তা বিষয়ে যারা সিপিজের বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিতে চান তারা ইমেইল করতে পারেন এই ঠিকানায় press@cpj.org
সিপিজে একটি স্বাধীন ও অলাভজনক সংস্থা যারা গোটা বিশ্বে প্রেসের স্বাধীনতাকে সুরক্ষিত করতে কাজ করে।
মিডিয়া যোগাযোগ :
Bebe Santa-Wood
Communications Associate
+1-212-300-9032