বাংলাদেশের জাতীয় নির্বাচন ২০২৪: সাংবাদিক নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশিকা 

১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে বাংলাদেশের ঢাকার একটি রাস্তায় প্রদর্শিত স্থানীয় সংবাদপত্র পড়ছেন পথচারীরা। (এএফপি/মুনির উজ জামান)

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৪ সালের জানুয়ারিতে। নির্বাচনের সম্ভাব্য বৈধতা সংক্রান্ত নানা রকম প্রশ্নের মধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং দলগুলোর ভেতরে সংঘর্ষের প্রবণতা এরই মধ্যে বাড়তে দেখা যাচ্ছে। এবং সাংবাদিকেরা প্রায়ই এসব সংঘর্ষের মাঝামাঝিতে পড়ে যাচ্ছেন। সহিংসতা বাড়ার আশঙ্কায় নির্বাচনের আগ দিয়ে, বিপুল পরিমাণ শটগান বুলেট, টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও স্নাইপার রাইফেল কিনেছে বাংলাদেশ পুলিশ।

সিপিজে’র গবেষণা অনুসারে, বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা দুর্ভাগ্যবশত একটি সাধারণ ঘটনা, বিশেষ করে যারা রাজনীতি বা নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো কাভার করেন। ২০২৩ সালের জুন মাসে, স্থানীয় রাজনীতিবিদ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের এক আঞ্চলিক নেতাকে নিয়ে ধারাবাহিক কিছু প্রতিবেদন প্রকাশের জের ধরে পিটিয়ে হত্যা করা হয় জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে। সিপিজে ২০২৩ সালে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার এমন বেশ কিছু ঘটনা নথিভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে সাতক্ষীরায় বসবাসরত সাংবাদিক রঘুনাথ খা-কে গ্রেপ্তার এবং বিদ্যুৎস্পৃষ্ট করে নির্যাতন করার অভিযোগ এবং রাঙ্গুনিয়া-ভিত্তিক সাংবাদিক আবু আজাদকে অপহরণ ও গুরুতর মারধর। 

দেশের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মামলার শিকার হওয়া সাংবাদিকেরা গ্রেপ্তারজোরপূর্বক গুমের মতো পরিস্থিতির মুখে পড়েছেন। এর পাশাপাশি ছিল রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের অভিযোগ। ২০২৩ সালের আগস্ট মাসে, সরকার ঘোষণা করেছিল যে ডিজিটাল নিরাপত্তা আইনটি একটি নতুন সাইবার নিরাপত্তা আইন দ্বারা প্রতিস্থাপিত হবে। যদিও মানবাধিকারকর্মীরা আশঙ্কা করছেন যে, ভিন্নমত দমনের জন্য এই আইনটির ব্যবহারও অব্যাহত থাকবে। গত সেপ্টেম্বরে এই সাইবার নিরাপত্তা আইন পাস হয়েছে।

২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি বোঝার জন্য ১৮ জন বাংলাদেশী সাংবাদিকের ওপর একটি জরিপ পরিচালনা করে সিপিজে। সেখানে দেখা গেছে :

নির্বাচন কাভার করতে যাওয়া সাংবাদিকেরা একটি ক্রমবর্ধমান বিপজ্জনক পরিবেশে রয়েছেন। এ কারণে আমরা সাংবাদিকদের সহায়তার জন্য এই রিসোর্সগুলো এক জায়গায় করেছি, যেন তাঁরা খবর সংগ্রহ ও প্রকাশের কাজে যাওয়ার সময় এসব ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত হতে পারেন এবং সেগুলো কমিয়ে আনতে পারেন।  

যোগাযোগ ও রিসোর্স

সহায়তার প্রয়োজন হলে সাংবাদিকেরা সিপিজের ইমার্জেন্সিতে যোগাযোগ করতে পারেন এই ইমেইলে emergencies@cpj.org, এবং সিপিজের সুরক্ষা সংক্রান্ত রিসোর্স ব্যবহার করতে পারেন +১ ২০৬ ৫৯০ ৬১৯১ হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। এছাড়াও, অ্যাসাইনমেন্টে যাওয়ার আগে প্রস্তুতি সংক্রান্ত বাড়তি তথ্য ও টুল এবং সংবাদ কাভারের সময় ও তার পরে অন্যান্য সহায়তার জন্য সাংবাদিকেরা দেখতে পারেন সিপিজে-র রিসোর্স সেন্টার

সম্পাদকের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত চেকলিস্ট

নির্বাচনের আগে-পরে অথবা চলার সময় সাংবাদিকদের খুবই অল্প সময়ের নোটিশে কোনো সংবাদ কাভার করতে পাঠাতে পারেন সম্পাদকেরা। এসময় কর্মীদের ঝুঁকি কমানোর জন্য যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও পদক্ষেপের কথা বিবেচনা করতে হবে– তার একটি চেকলিস্ট থাকছে এখানে।মনে রাখতে হবে যে, সাংবাদিকেরা নজরদারির সফটওয়্যার ও যন্ত্রপাতির লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে থাকেন। এর মধ্যে রয়েছে আইএমএসআই (IMSI) ক্যাচার, যেটি মোবাইল ফোন যোগাযোগে আড়ি পাতার কাজে ব্যবহৃত হয় এবং অত্যাধুনিক ট্র্যাকিং সফটওয়্যার যুক্ত নজরদারি ভ্যান ব্যবহৃত হয় সেল ফোনকে লক্ষ্য করে। হারেৎজ এবং আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, বাংলাদেশী কর্তৃপক্ষ মোবাইল ফোনকে টার্গেট করার জন্য বিভিন্ন প্রযুক্তি ক্রয় করেছে এর মধ্যে রয়েছে ইসরায়েলি ডিজিটাল ইন্টেলিজেন্স কোম্পানি সেলব্রাইট থেকে সংগ্রহ করা সফটওয়্যার যা ফোন হ্যাক করার কাজে ব্যবহৃত হতে পারে। সেইসাথে পিসিক্স (Picsix)০-এর তৈরি একটি নজরদারি ও হ্যাকিং সিস্টেম যা ফোনের নেটওয়ার্ক ও ট্রান্সমিশন আটকাতে ব্যবহার করা  হতে পারে।

কর্মী বিবেচনাসমূহ  

সরঞ্জাম এবং পরিবহন সংক্রান্ত

সাধারণ বিবেচ্য বিষয়সমূহঃ

আরও তথ্যের জন্য ঝুঁকি মূল্যায়ন এবং পরিকল্পনা সম্পর্কে সিপিজে’র রিসোর্স সেন্টার দেখুন।

২৮ জুলাই, ২০২৩ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থকরা বাংলাদেশের ঢাকায় একটি প্রতিবাদ সমাবেশে স্লোগান দিচ্ছেন। (এপি/মাহমুদ হোসেন অপু)

ডিজিটাল সুরক্ষাঃ প্রাথমিক প্রস্তুতিসমূহ

নির্বাচন কাভার করার সময়, সাংবাদিকেরা বিস্তৃত পরিসরের হুমকির মুখে পড়তে পারেন, যার মধ্যে আছে ডিভাইস জব্দ, ডিজিটাল মাধ্যমে যোগাযোগে নজরদারি, বেশি মাত্রায় অনলাইন হয়রানি, এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা। নিচের এই দিকনির্দেশনাগুলো সাংবাদিকদের আরও বেশি  নিরাপদ থাকতে সাহায্য করবে।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করে আপনার অনলাইন অ্যাকাউন্টগুলি সুরক্ষিত করুন। এটি আপনার অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়া থেকে রক্ষা করতে সহায়তা করবে৷ বেশিরভাগ অনলাইন অ্যাকাউন্টের গোপনীয়তা এবং নিরাপত্তা সেটিংস বিভাগে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার ব্যবস্থা থাকে। একবার সক্রিয় হয়ে গেলে, আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ইমেইল ও পাসওয়ার্ডের পাশাপাশি আপনাকে একটি কোডও দিতে হবে। এই কোডটি পেতে আপনি অথি (Authy)-এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশনের (2FA) সুবিধা দেয়– এমন যেকোনো অনলাইন পরিষেবার একটি ব্যাকআপ কোড ব্যবহার করার সুবিধাও থাকে। টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফর্ম ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করার মতো পরিস্থিতি না থাকলে এই ব্যাকআপ কোড ব্যবহার করুন। ফোন বা অ্যাপে কোড আসার পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন এসব এককালীন কোড। নিশ্চিত করুন যে আপনি এই ব্যাকআপ কোডগুলির একটি অনুলিপি রাখছেন ৷ আপনি এগুলো প্রিন্ট দিয়ে বা লিখে রেখে নিরাপদে সংরক্ষণ করতে পারেন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA)  ব্যবহার করার পাশাপাশি, আপনার প্রতিটি অ্যাকাউন্টের জন্য ১৫টির বেশি অক্ষরের দীর্ঘ পাসওয়ার্ড তৈরি করুন। আপনার পাসওয়ার্ড যত দীর্ঘ হবে, অ্যালগরিদম ব্যবহার করে বা অনুমান করে আপনার অ্যাকাউন্ট হ্যাক করা তত বেশি কঠিন হবে ।

আপনার পাসওয়ার্ড হতে পারে সংখ্যা, চিহ্ন এবং অক্ষরের সংমিশ্রণ, অথবা কিছু শব্দের সংকলন যা একে অপরের সঙ্গে কোনভাবে সম্পর্কিত নয়, যেমন elephanticecreamswimmingtelephone। পাসওয়ার্ড পুনঃব্যবহার করবেন না বা আপনার পাসওয়ার্ডে ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত করবেন না যা সহজেই অনলাইনে পাওয়া যায়, যেমন আপনার জন্ম তারিখ।

বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহারের পাসওয়ার্ড তৈরি, সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে পূরণের জন্য একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন। আপনার জন্য কোন পাসওয়ার্ড ম্যানেজারটি সবচেয়ে উপযুক্ত তা দেখতে সব পাসওয়ার্ড ম্যানেজার নিয়ে একটু গবেষণা করুন৷ আপনার পাসওয়ার্ড ম্যানেজারের জন্য একটি দীর্ঘ অনন্য পাসওয়ার্ড তৈরি করুন। আপনি যদি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার পাসওয়ার্ডগুলো কোথাও লিখে রাখুন এবং সেগুলিকে নিরাপদে সংরক্ষণ করুন। তবে যারা প্রচুর ভ্রমণ করেন, কিংবা যাদের আটক হওয়ার বা বাড়িতে তল্লাশি চালানোর ঝুঁকি আছে– এমন সাংবাদিকদের জন্য এটি নিরাপদ বিকল্প নাও হতে পারে।

আপনার প্রতিটি অ্যাকাউন্টের “অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি” বিভাগ নিয়মিত পর্যালোচনা করুন। এটি সাধারণত “সেটিংস” বিভাগে পাওয়া যায়। এটি আপনাকে জানাবে যে, অচেনা কোন  ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে কিনা। আপনার অচেনা কোনো ডিভাইস থেকে যদি কোনো অ্যাকাউন্টে লগ ইন করা দেখেন, তাহলে উচিত হবে অবিলম্বে সেই নির্দিষ্ট ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট লগ আউট করা। নিজের কাছে রেকর্ড রাখার জন্য লগ আউট করার আগে সেটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।

একাধিক মানুষ ব্যাবহার করে এমন কম্পিউটার থেকে আপনার অ্যাকাউন্টগুলোতে  প্রবেশ করা এড়িয়ে চলুন, উদাহরণ হিসেবে, একটি ইন্টারনেট ক্যাফের কথা বলা যায়৷ যদি আপনার কোনো বিকল্প না থাকে, তাহলে কাজ শেষে অবিলম্বে লগ আউট করুন এবং আপনার ব্রাউজিং ইতিহাস মুছে ফেলুন।

সহকর্মী বা সোর্সের সঙ্গে যোগাযোগের সময় হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা মেসেজিং পরিষেবাগুলি ব্যবহার করুন৷ প্রয়োজন হলে, বার্তাগুলো একটি নির্দিষ্ট সময়সীমার পরে মুছে ফেলার ব্যবস্থা করুন। নিশ্চিত করুন যে আপনার মেসেজিং অ্যাকাউন্ট একটি পিন লক দিয়ে সুরক্ষিত আছে।

পূর্ববর্তী নির্বাচনের সময়গুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষ ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিল যা সাংবাদিকদের প্রতিবেদন তৈরি ও পাঠানো অথবা সোর্স ও সহকর্মীর সঙ্গে যোগাযোগ করার সক্ষমতা কমিয়ে দিয়েছিল।

ফলে এরকম আংশিক ইন্টারনেট শাটডাউনের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন– তা নিয়ে আপনার নিউজরুমের সঙ্গে একটি পরিকল্পনা করুন। কীভাবে এবং কখন আপনারা সামনাসামনি দেখা করবেন এবং ইন্টারনেট ব্যবহার না করেই সম্পাদকদের কাছে তথ্য ও নথিপত্র হস্তান্তর করবেন– সেগুলো বিস্তারিত আলোচনা করুন। ল্যান্ডলাইন যোগাযোগের বিস্তারিত আদান-প্রদান করার কথা বিবেচনা করুন, তবে সচেতন থাকুন যে ল্যান্ডলাইন কল অনিরাপদ এবং সংবেদনশীল কথোপকথনের জন্য ব্যবহার করা উচিত নয়।

ব্লক হওয়া সাইটগুলোতে প্রবেশ করার জন্য আপনার ডিভাইসে একটি ভিপিএন (VPN) ইনস্টল করুন৷ ভিপিএন (VPN) ব্যবহার করবার ক্ষেত্রে স্থানীয় আইন নিয়ে কিছুটা গবেষণা করুন, যেহেতু কিছু দেশে এটি বেআইনি। এছাড়া ইতিপূর্বে আংশিক ইন্টারনেট বন্ধের সময় কোন ভিপিএন (VPN) সবচেয়ে ভাল কাজ করেছে– সে ব্যাপারে খোঁজ করুন।আরও তথ্যের জন্য ইন্টারনেট বন্ধের প্রস্তুতি সম্পর্কে সিপিজে-এর নিরাপত্তা নোট পড়ুন (পাওয়া যায় বাংলাতেও)।

ডিজিটাল সুরক্ষাঃ ডিভাইস সুরক্ষিত করুন

সাংবাদিকরা প্রতিবেদন এবং ফাইল শেয়ার করার পাশাপাশি সহকর্মী এবং তথ্যদাতার সাথে যোগাযোগের জন্য সাধারণত তাদের মোবাইল ফোন ব্যবহার করেন। এর সঙ্গে জড়িয়ে আছে ডিজিটাল সুরক্ষা সংক্রান্ত বিষয়। বিশেষ করে যদি সাংবাদিকদের আটক করা হয় এবং তাদের ফোন জব্দ বা ভেঙে ফেলা হয়। ফলে অ্যাসাইনমেন্টে যাওয়ার আগে, নিচের বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিৎ:  

● আপনার ফোন বা কম্পিউটারে কোন ধরনের তথ্য আছে এবং আপনাকে আটক করা হলে বা আপনার ডিভাইসটি নিয়ে অনুসন্ধান করা হলে তা কীভাবে আপনাকে বা অন্যদের ঝুঁকিতে ফেলতে পারে তা জানুন।

● রিপোর্টিংয়ের কাজে যাওয়ার আগে, ক্লাউডে বা এক্সটার্নাল হার্ড ড্রাইভে আপনার ফোনে থাকা তথ্যের ব্যাক আপ রাখুন। আপনি যে ডিভাইসটি বহন করছেন তা থেকে যেকোনো সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য, যেমন কাজের নথিপত্র এবং পরিবারের সদস্যদের ছবির অ্যাক্সেস বন্ধ বা সীমিত করুন।

● রিপোর্টিংয়ের সময় আপনি যেসব অ্যাকাউন্ট ও অ্যাপ ব্যবহার করবেন না– সেগুলো থেকে লগ আউট করুন এবং সেগুলো আপনার ফোন থেকে সরিয়ে ফেলুন। বিভিন্ন ব্রাউজার থেকে লগ আউট করুন এবং আপনার ব্রাউজিং ইতিহাস মুছে দিন। আপনার ফোন কেড়ে নেওয়া হলে এবং অনুসন্ধান করা হলে এটি আপনার অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করা থেকে আরও ভালভাবে সুরক্ষা দেবে। 

● রিপোর্টিংয়ে যাওয়ার আগে আপনার সব ডিভাইসকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করুন এবং দূর থেকে তথ্য মুছে দেওয়ার মতো ব্যবস্থা (রিমোট ওয়াইপ) চালু করুন। এই রিমোট ওয়াইপ শুধুমাত্র একটি ইন্টারনেট সংযোগের সাপেক্ষেই কাজ করবে। আপনার ফোন আনলক করতে বায়োমেট্রিক্স, যেমন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ আপনাকে আটক করা  হলে এটি আপনার ডিভাইসে প্রবেশেধিকার সহজ করে দিতে পারে।

● যতটা সম্ভব কম ডিভাইস সঙ্গে রাখুন। আপনার কাঝে অতিরিক্ত ডিভাইস থাকলে আসাইনমেন্টে সেগুলো সঙ্গে নিয়ে যান এবং ব্যক্তিগত বা কাজের ডিভাইসগুলোকে রেখে যান।

● আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাহলে এনক্রিপশন চালু করার কথা বিবেচনা করুন। নতুন আইফোনগুলিতে শুরু থেকেই এনক্রিপশন চালু থাকে। এনক্রিপশন ব্যবহার সংক্রান্ত আইনগুলো দেখে নিন।

ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে সিপিজে-এর ডিজিটাল নিরাপত্তা নির্দেশিকা দেখুন (যেটি বাংলাতেও পাওয়া যায়)।

২৮ জুলাই, ২০২৩ তারিখে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকরা বাংলাদেশের ঢাকায় একটি শান্তি সমাবেশের জন্য জড়ো হওয়ার সময় স্লোগান দিচ্ছেন। (এপি/মাহমুদ হোসেন অপু)

ডিজিটাল সুরক্ষাঃ অনলাইন হয়রানি এবং ভুল তথ্য প্রচারণা

নির্বাচনের সময় টার্গেটেড অনলাইন প্রচারণাসহ অনলাইন হয়রানি বৃদ্ধির আশঙ্কা থাকে। সংবাদমাধ্যমের কর্মীরা প্রায়ই অনলাইন আক্রমণকারীদের লক্ষ্যে পরিণত হন, যারা সাংবাদিক এবং তাদের কাজকে হেয় করতে চায়। এটি প্রায়শই হতে পারে সমন্বিত হয়রানি এবং ভুল তথ্য প্রচারের ক্যাম্পেইনের মাধ্যমে, যার ফলে সাংবাদিকেরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন না, এবং তাদেরকে অফলাইনে থাকতে বাধ্য হতে হয়। অনলাইন আক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখার কাজটি সহজ নয়। তবে কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সাংবাদিকেরা নিজেদের এবং তাদের অ্যাকাউন্টগুলিকে আরও ভালোভাবে সুরক্ষিত করতে পারেন।

অ্যাকাউন্টের নিরাপত্তা

অনলাইন হয়রানিকারীরা প্রায়ই আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পাওয়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপনাকে টার্গেট এবং হয়রানি করতে পারে। আপনার অ্যাকাউন্ট ও তথ্য আরও ভালোভাবে সুরক্ষিত করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো নিন:

আক্রমণের সময়

ডিজিটাল সুরক্ষাঃ উপকরণ সুরক্ষিত ও সংরক্ষণ করা

নির্বাচনের সময় উপকরণ সংরক্ষণ এবং সুরক্ষিত রাখার জন্য একটি ভালো প্রোটোকল থাকা গুরুত্বপূর্ণ। যদি কোনো সাংবাদিককে আটক করা হয়, তবে তাদের ডিভাইসগুলো নিয়ে যাওয়া এবং তল্লাশি চালানো হতে পারে, যা সাংবাদিক এবং তাদের তথ্যদাতাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। নির্বাচন কাভার করার সময় ডিভাইসগুলো ভাঙা বা চুরিও হতে পারে। যার ফলে তথ্য হারিয়ে যেতে পারে যদি ভালোভাবে ব্যাক আপ না রাখা হয়।

৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দেবার পর প্রচারমাধ্যমের সাথে কথা বলছেন। (এএফপি/ইন্দ্রনীল মুখার্জি)

শারীরিক নিরাপত্তা: গ্রেপ্তার, আটক এবং অপহরণ

২০১৯ সালের জানুয়ারীতে, বাংলাদেশ কর্তৃপক্ষ সাংবাদিক হেদাইত হোসেন মোল্লাকে এই অভিযোগে গ্রেপ্তার করে যে, তিনি সাধারণ নির্বাচনের সময় খুলনা থেকে প্রদত্ত ভোটের সংখ্যা সম্পর্কে “মিথ্যা তথ্য” প্রদান করে প্রতিবেদন করেছিলেন।

আপনি যদি এমন একটি অ্যাসাইনমেন্টে থাকেন যেখানে গ্রেপ্তার বা আটকের অধিক সম্ভাবনা আছে, তাহলে আপনাকে আগে থেকেই নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করতে হবে:

আটক বা গ্রেপ্তার হলে

অপহরণ

২০২২ সালের জানুয়ারিতে, স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রতিবেদন করার পরে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারপারসন পদের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্দেশে কমলগঞ্জের সাংবাদিক হোসেন বক্সকে একটি ভোটকেন্দ্রের বাইরে থেকে অপহরণ এবং গুরুতরভাবে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

১১ নভেম্বর, ২০২১ তারিখে বাংলাদেশের একটি ভোট কেন্দ্রে একজন নারী অবস্থান করছেন। (এপি/আল-এমরুন গর্জন)

শারীরিক সুরক্ষা: নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র ও বিক্ষোভ থেকে রিপোর্টিং

নির্বাচনের সময় সংবাদমাধ্যমের কর্মীদের প্রায়ই জনাকীর্ণ সমাবেশ, প্রচার-প্রচারণা ও বিক্ষোভ-প্রতিবাদের মতো কর্মসূচিতে উপস্থিত থাকতে হয়। এপ্রিলে, বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে, সাংবাদিকেরা নির্বাচন কাভারের জন্য মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না, পূর্বানুমতি ছাড়া ভোটকেন্দ্রে যেতে পারবেন না, বা সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করতে পারবেন না। ইতিপূর্বে বাংলাদেশে সাংবাদিকেরা ভোট কেন্দ্রে আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন শারীরিক হামলা এবং প্রবেশাধিকার না পাওয়ার মাধ্যমে। এই ধরনের ঘটনায় ঝুঁকি কমাতে সংবাদমাধ্যমের কর্মীদের নিম্নলিখিত নিরাপত্তা পরামর্শ বিবেচনা করা উচিত:

রাজনৈতিক অনুষ্ঠান ও সমাবেশ

প্রতিবাদ সমাবেশ সংক্রান্ত পরিকল্পনা

বাংলাদেশে প্রতিবাদ-বিক্ষোভ একটি সাধারণ ঘটনা। পুলিশ অতীতে বিক্ষোভকারীদের দমন করতে গোলাবারুদ, রাবার বুলেট, পেলেট গান, টিয়ার গ্যাস, লাঠিসোটা ব্যবহার করেছে। যদি সহিংসতার আশঙ্কা থাকে, তাহলে প্রতিরক্ষামূলক নিরাপত্তা গগলস বা চশমা, হেলমেট, টিয়ার গ্যাস রেসপিরেটর ব্যবহার এবং প্রতিরক্ষামূলক পোশাক পরার কথা বিবেচনা করুন। আরও তথ্যের জন্য CPJ-এর ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম নির্দেশিকা দেখুন।

সতর্কতা ও অবস্থান

পুলিশের টিয়ার গ্যাস ব্যবহারের আশঙ্কা থাকলে 

শারীরিক সুরক্ষাঃ আক্রমণ সংক্রান্ত

নির্বাচন কাভার করতে গিয়ে এর আগে আওয়ামী লীগ এবং তাদের ছাত্র সংগঠন, ছাত্রলীগের সদস্যদের কাছে সাংবাদিকদের হামলার শিকার হওয়ার ঘটনাগুলোনথিভুক্ত করেছে সিপিজে।

এ ধরনের আগ্রাসন মোকাবিলার জন্য, নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করুন:

শারীরিক সুরক্ষা: শত্রুভাবাপন্ন কমিউনিটি থেকে রিপোর্টিং

সাংবাদিকদের মাঝে মাঝে এমন এলাকা বা কমিউনিটি থেকে রিপোর্টিং করতে হয় যারা প্রচারমাধ্যম বা বহিরাগতদের প্রতি বিদ্বেষপূর্ণ। এটি ঘটতে পারে যদি একটি কমিউনিটি মনে করে যে প্রচারমাধ্যম তাদের যথাযথভাবে প্রতিনিধিত্ব করছে না বা তাদের নেতিবাচকভাবে চিত্রিত করছে। নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের এমন কমিউনিটি থেকে দীর্ঘ সময় ধরে রিপোর্টিং করতে হতে পারে– যারা সংবাদমাধ্যমের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে।

অতিরিক্ত রিসোর্সসমূহ/ ব্যবহারযোগ্য উপায়সমূহ 

ডিজিটাল, শারীরিক এবং মনস্তাত্ত্বিক নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কে আরও জানতে চাইছেন এমন সাংবাদিকগণ  বাংলা ভাষায় নিম্নলিখিত রিসোর্সসমূহ/ব্যবহারযোগ্য উপায়সমূহের সহায়তা নিতে পারেন।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) কর্তৃক প্রস্তুতকৃত ডিজিটাল সেফটি কিট।

 সাংবাদিকদের জন্য এই নির্দেশিকাটি অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা থেকে শুরু করে নিরাপদ যোগাযোগের জন্য ডিজিটাল নিরাপত্তার অপরিহার্য বিষয়সমূহ সম্পর্কে বিস্তৃত ধারণা প্রদান করবে।

সাংবাদিকদের জন্য ফ্রি প্রেস আনলিমিটেড এবং গ্রীনহোস্ট টোটেম ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত কোর্স

দেশের সঙ্গে প্রাসঙ্গিকতা বজায় রেখে তৈরি এই স্ব-বিন্যস্ত অনলাইন কোর্সগুলি সাংবাদিকদের  বিষয়বস্তু সম্পর্কে অধ্যয়ন করার  এবং তারপর সে বিষয়ে অনলাইন অনুশীলন সম্পন্ন করার সুযোগ দেবে। অধ্যয়নের বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে, তথ্যের উৎস/তথ্য সরবরাহকারীদের সুরক্ষিত রাখা, ফিশিং থেকে রক্ষা করা এবং কীভাবে জরুরী পরিস্থিতিতে মানসিকভাবে সুস্থ থাকাকে দৃঢ় করা যায়।

Exit mobile version