ডিজিটাল সুরক্ষা: ইন্টারনেট বন্ধ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে এই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার ১০০ দিন পর ১২ নভেম্বর, ২০১৯-এ কাশ্মীরি সাংবাদিকরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করছেন। সারা বিশ্বের সাংবাদিকরা ইন্টারনেট বন্ধের সময় কাজ করতে বাধাগ্রস্থ হয়, যার আদেশ প্রায়শই অস্থিরতা বা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সময়ে দেওয়া হয়। (এপি ছবি/মুখতার খান)

১৩ এপ্রিল, ২০২১, ১১:১৮ এম ইডিটি 

সিপিজে গবেষণায় দেখা গেছে  ইন্টারনেট বন্ধের  ফলে সংবাদপত্রের স্বাধীনতার জন্য গুরুতরভ পরিণতি ডেকে আনে এবং সাংবাদিকদের তাদের কাজ করতে অনেক বেশি বাধাপ্রাপ্ত হতে হয়।  করতে হয়। ইন্টারনেটে অ্যাক্সেস বন্ধ বা সীমিত করার অর্থ হল প্রচারমাধ্যমের কর্মীরা কোন  ঘটনা ঘটার পর তথ্যদাতাদের সাথে যোগাযোগ করতে, তথ্য যাচাই বা তথ্য ফাইল করতে ব্যর্থ হন। এক্সেস নাও (Access Now) -এর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, সংঘর্ষ, রাজনৈতিক অস্থিরতার সময় বা নির্বাচনের সময়ে ইন্টারনেট শাটডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সরকার তা  জনসাধারণ যাতে  অবাধ তথ্য না পায়  তা নিশ্চিত করতে ব্যবহার করে।

বিভিন্ন ধরনের ইন্টারনেট শাটডাউন আছে এবং সেগুলি সারাদেশে বা শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলে ঘটতে পারে। সম্পূর্ণরূপে ইন্টারনেট বন্ধের মুখোমুখি হওয়া সাংবাদিকরা সম্পূর্ণভাবে  ইন্টারনেট এবং টেলিযোগাযোগের করতে ব্যর্থ হবেন যার অর্থ তারা ইন্টারনেট অ্যাক্সেস করতে বা ল্যান্ডলাইন বা সেলফোনের মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হবেন । সরকার ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে  নির্দিষ্ট সাইট বা পরিষেবা যেমন যোগাযোগ অ্যাপ বা  ইউটিউব সীমিত করার আদেশ দিতে পারে, আংশিক বন্ধের ক্ষেত্রে প্রচারমাধ্যমের কর্মীদের অন্যদের সাথে যোগাযোগ করতে বা ইন্টারনেটে কন্টেন্ট আপলোড করার ক্ষমতাকেও সীমাবদ্ধ করতে পারে। ইন্টারনেটকে  নিয়ন্ত্রণের আরেকটি ধরণ হল ইন্টারনেটের গতি কমিয়ে দিয়ে এটিকে কার্যকরভাবে অকেজো করে দেয়া কারণ এতে পেজগুলো লোড হয় না এবং কোন কন্টেন্ট আপলোড করা যায় না ।

সব ধরনের ইন্টারনেট শাটডাউন মোকাবেলা করার ক্ষেত্রে প্রস্তুতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত তথ্যসমূহ ইন্টারনেট সেবা বন্ধ হওয়া নিয়ে উদ্বিগ্ন সাংবাদিকদের জন্য দরকারী হতে পারে.

সাধারণ ডিজিটাল নিরাপত্তার সর্বোত্তম উপায়সমূহ 

ইন্টারনেট শাটডাউনের আগেই  ডিজিটাল নিরাপত্তার  কার্যকরী উপায়গুলো  সেট আপ করার অর্থ হল ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় রিপোর্ট করার ক্ষেত্রে আপনি আরও ভালভাবে প্রস্তুত থাকতে পারবেন এবং আরও বেশি সুরক্ষিত থাকবেন ৷

সিপিজের ডিজিটাল সেফটি কিটে ডিভাইসের নিরাপত্তা এবং এনক্রিপ্ট করা যোগাযোগ সম্পর্কে আরও জানুন।

ইন্টারনেট শাটডাউনের জন্য প্রস্তুতি নেয়া 
সঠিক সরঞ্জাম নির্বাচন করুন

অনলাইন সরঞ্জাম এবং পরিষেবাগুলোর  নিরাপত্তা লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। সাংবাদিকদের সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা তথ্যের সাথে হালনাগাদ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে যোগাযোগের মাধ্যমের ক্ষেত্রে, যেমন বিভিন্ন মেসেজিং অ্যাপ। নিম্নলিখিত পরামর্শ এপ্রিল ২০২১ হিসাবে বর্তমান।

ইন্টারনেট বন্ধের সময়
ইন্টারনেট বন্ধ করার পর

অন্যান্য উৎস

আরও জানুনঃ সুরক্ষার নোটসমূহ

Exit mobile version