ডিজিটাল নিরাপত্তা: ইন্টারনেট শাটডাউন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে এই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার ১০০ দিন পর ১২ নভেম্বর, ২০১৯-এ কাশ্মীরি সাংবাদিকরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করছেন। সারা বিশ্বের সাংবাদিকরা ইন্টারনেট বন্ধের সময় কাজ করতে বাধাগ্রস্থ হয়, যার আদেশ প্রায়শই অস্থিরতা বা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সময়ে দেওয়া হয়। (এপি ছবি/মুখতার খান)

সিপিজে (কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস) এর গবেষণা মতে, ইন্টারনেট শাটডাউন গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর প্রভাব ফেলে এবং এর ফলে সাংবাদিকদের কার্যকরভাবে কাজ করতে নানা বেগ পেতে হয়। ইন্টারনেট বন্ধ বা অ্যাক্সেস সীমিত করার অর্থ হল কোন একটি ঘটনা ঘটার পরে সংবাদকর্মীরা সোর্সের সাথে যোগাযোগ করতে, তথ্য যাচাই করতে বা তা লিপিবদ্ধ করতে বাধাগ্রস্থ হন। আর্ন্তজাতিক সংস্থা অ্যাক্সেস নাও-এর মতে, শাটডাউন সাধারণত সংঘাত, রাজনৈতিক অস্থিরতা বা নির্বাচনের সময় ঘটে এবং এটি সরকারের তথ্য নিয়ন্ত্রণের একটি পদ্ধতি।

ইন্টারনেট শাটডাউন বিভিন্ন ধরনের হতে পারে: পুরো দেশে বা নির্দিষ্ট এলাকায়। সম্পূর্ণ শাটডাউনের সময় সাংবাদিকেরা ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা একেবারেই ব্যবহার করতে পারেন না, যার অর্থ তারা ইন্টারনেটে সংযুক্ত হতে বা ল্যান্ডলাইন বা সেল ফোনের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। আংশিক শাটডাউনের ক্ষেত্রে সরকার নির্দিষ্ট কিছু সাইট বা পরিষেবা, যেমন যোগাযোগের অ্যাপ বা ইউটিউবের মতো সামাজিক মাধ্যম ব্লক করতে পারে। এছাড়াও, সরকার ইন্টারনেটের গতি কমিয়ে দিতে পারে, যা ইন্টারনেট কার্যত অকেজো করে দেয়। কারণ এসময় কোনো ওয়েবপেজ লোড করা যায় না বা কোনো কন্টেন্ট আপলোড করা যায় না।

এমন বিভিন্ন ধরনের শাটডাউনের সময় কাজ চালিয়ে যাওয়ার জন্য ভালো প্রস্তুতি থাকা জরুরি। নিচের তথ্যগুলো ইন্টারনেট শাটডাউনের সময় সাংবাদিকদের জন্য সহায়ক হতে পারে।

সাধারণ ডিজিটাল নিরাপত্তা

শাটডাউনের আগে ভালো ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এতে আপনি আরও ভালোভাবে প্রস্তুত এবং সুরক্ষিত থাকবেন।

ডিভাইস সুরক্ষা এবং এনক্রিপ্টেড যোগাযোগ সম্পর্কে আরও জানুন সিপিজে ডিজিটাল সুরক্ষা কিট-এ।

ইন্টারনেট শাটডাউনের জন্য প্রস্তুতি

সঠিক টুল নির্বাচন করুন

অনলাইন টুল এবং পরিষেবাগুলো নানান ধরনের নিরাপত্তা ঝুঁকিতে থাকে। সাংবাদিকদের সর্বশেষ ডিজিটাল সুরক্ষা তথ্য সম্পর্কে আপ টু ডেট থাকতে পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষত মেসেজিং অ্যাপের ক্ষেত্রে।

ইন্টারনেট শাটডাউনের সময়

ইন্টারনেট শাটডাউনের পর

অন্যান্য রিসোর্স

Exit mobile version